নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সোমবার সংসদে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরে বলেন- “পাখির মতোই অন্ধকারের মধ্যে আলো অনুভব করে এবং গান গায় বিশ্বাস।”
কেন্দ্রীয় মন্ত্রীর পেপারলেস বাজেট পেশের ধরন প্রসঙ্গে আকাশ আট চ্যানেলের ডিরেক্টর প্রিয়াঙ্কা সুরানা বরদিয়া জানান- “একজন চার্টাড অ্যকাউন্ট্যান্ট হিসেবে আমার মনে হয়, এ বছরের বাজেট করোনা কালে এক নজিরবিহীন পদক্ষেপ। দেশের ইতিহাসে এই প্রথমবার পেপারলেস বাজেট পেশ করে ইতিহাস গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে স্বস্তির খবর রয়েছে প্রবীণদের জন্য। ৭৫ বছর বা তার বেশি বয়স হলে দিতে হবে না কর।
আরও পড়ুনঃ লোপামুদ্রা মিত্র’র অন্যধারার উদ্যোগ
তবে মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়াল জ্বালানি তেলের দামের উপর বসানো বাজেট। এর ফলে পেট্রল ডিজেলের দাম যেমন বাড়বে, ঠিক তেমনই যাতায়াতের জন্য বাড়তি খরচের চাপ পড়বে সাধারণ মানুষের উপর। শেয়ার বাজারে যাঁরা টাকা খাটান তাঁদের জন্য সুসংবাদ। এলআইসির ১০ শতাংশ শেয়ার বাজারে আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে।”
আমার মতে, “দেশের স্বাস্থ্য পরিকাঠামোর দিকে কেন্দ্রের এই বিশেষ পদক্ষেপ দেরিতে হলেও যথাযোগ্য হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584