স্পোর্টসডেস্ক, নিউজফ্রন্ট:
১৩ বছর পর রঞ্জি ট্রফি ফাইনালে ওঠা বাংলা বিরুদ্ধে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৫ উইকেটে ২০৬।
It's Stumps on Day 1⃣ of the @paytm #RanjiTrophy #Final between Saurashtra and Bengal in Rajkot. #SAUvBEN
Scorecard 👉https://t.co/LPb46JOjje pic.twitter.com/dsvzQBDpAv
— BCCI Domestic (@BCCIdomestic) March 9, 2020
সোমবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র। তাদের শুরুটা ছিল খুব সাবধানী। প্রথম উইকেটের জুটিতে দুই ওপেনার ৮২ রান তোলেন। দুই ওপেনার হার্ভিক দেশাই ও এ ব্যারট যথাক্রমে ৩৮ ও ৫৪ রান করেন। বাংলার হয়ে প্রথম আঘাত হানেন শাহবাজ আহমেদ। তিনি হার্ভিকের উইকেট তুলে নেন। দুই নম্বরে নেমে বিশ্বরাজ জাদেজাও ৫৪ রানের একটি ঝকঝকে এক ইনিংস খেলেন।ব্যারট ও জাদেজা দু’জনকেই ফেরান আকাশদীপ। তারপর জ্যাকসনের (১৪) উইকেট তুলে নেন ঈশান পোড়েল। ব্যক্তিগত ৪ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান চেতেশ্বর পুজারা। দিনের শেষ বলে চেতন শাকারিয়ার উইকেট (৪) তুলে নিয়ে বাংলাকে ম্যাচে ফেরান সেই আকাশদীপ।
বাংলা শেষ বারের মত রঞ্জি ট্রফি জেতে ১৯৮৯ সালে।(পিকচার ছবি সৌজন্যে: দ্য হিন্দু)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584