জেল থেকে ছাড়া পেলেন সিএএ বিরোধী আন্দোলনকর্মী অখিল গগৈ

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

জেল থেকে ছাড়া পেলেন সিএএ বিরোধী আন্দোলন কর্মী অখিল গগৈ। প্রায় দু বছর কারাবন্দী থাকার পর বিকেলে তিনি বেরিয়ে আসলেন জেল থেকে।

নয়া নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুই মামলার মধ্যে শেষ মামলাটিতেও অব্যাহতি পান আসামের শিবসাগর বিধানসভার বিধায়ক অখিল গগৈ।বৃহস্পতিবার এনআইএর বিশেষ আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে।আদালতের নির্দেশের পরেই উ‍ৎসবে মেতে ওঠেন শিবসাগরের নির্দল বিধায়কের সমর্থক ও অনুগামীরা। এনআইএ আদালতের নির্দেশের ঘন্টাখানেক পরেই তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক কৃষক নেতা এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।জানা যায় রিলিজ লেটার জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছাতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তাঁর আইনজীবী কৃষ্ণা গগৈ সংবাদমাধ্যমকে জানান যে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে নির্দোষ ঘোষণা করেছে আদালত।পূর্ব আসামের ছাবুয়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইউএপিএ মামলা থেকে গত ২৫ জুন তিনি অব্যাহতি পেয়েছেন।আসামের চাঁদমারি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে‌ অপর ইউএপিএ মামলা থেকে অব্যাহতি পেলেন আজ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here