শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিগত বেশ কিছু দিন থেকে চলছে দেশের অন্যতম টি-টোয়েন্টি ঘরোয়া লীগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি।
গত কালকে ম্যাচ ছিল বিদর্ভের সাথে মণিপুরের। সেই ম্যাচে চার ওভার বল করে শূন্য রান দিয়ে দুটি উইকেটও নিয়েছে বিদর্ভের স্পিনার অক্ষয় কার্নেওয়ার। তিনি চার ওভারই মেডেন নিয়েছেন। আর এমন দুরন্ত স্পেলে বিশ্ব ক্রিকেট-এর ইতিহাসে বিরল রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি।
ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন বিরল ঘটনা ঘটেনি। মণিপুরের বিরুদ্ধে এমন এক দূরন্ত স্পেলে তিনি বিশ্ব ক্রিকেটে জোর চর্চায় এসেছেন। বিশেষভাবে উল্লেখ্য, অক্ষয়-এর আর একটি বিশেষ ক্ষমতা আছে। সেটি হল, তিনি দুই হাতে সমান ভাবে বল করতে পারেন। যা বিশ্ব ক্রিকেটে খুব কম দেখা গেছে। তিনি রেকর্ড গড়ার ম্যাচেও দুই হাতে বল করেছেন।
এই ম্যাচে বিদর্ভ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২২ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। বিদর্ভের হয়ে জীতেশ শর্মা ব্যক্তিগত ৭১ এবং অপূর্ব ওয়াংখেড়ে ৪৯ রান করেন। পাহাড়সম টার্গেটের বোঝা ধাওয়া করা তো দূরে থাক, নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মণিপুরের ব্যাটসম্যানরা। ১৬.৩ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় মণিপুরের ইনিংস। যার ফলে ১৬৭ রানের বিশাল ব্যবধানে জয় পান বিদর্ভ।
আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ইনিংস শেষ বিরাট কোহলির
এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছেন বিদর্ভ। গ্রুপের অন্যান্য দল নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয়ের থেকে চার পয়েন্ট বেশি রয়েছে বিদর্ভের। এখনও গ্রুপের তিনটি ম্যাচ বাকি রয়েছে বিদর্ভের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584