স্পোর্টস ডেস্ক, নিউজফ্রন্ট:-ব্যালন ডি’অরের রাতে চূড়ান্ত ঘোষণার পর ক্যামেরা ঘুরতেই দেখা যাচ্ছিল লিওনেল মেসির মলিন মুখটা। টানা দুবার ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিলেন তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ব্যালন ডি’অর জিততে না পারার যন্ত্রণা কাল কিছুটা হলেও হয়তো লাঘব হলো মেসির!
অবিস্মরণীয় একটা রেকর্ডই গড়েছেন আর্জেন্টিনা জাদুকর।ভিয়ারিয়ালের বিপক্ষে কাল ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। একটি গোল লিওনেল মেসির। বার্সেলোনার জার্সিতে যেটা মেসির ৫২৫ নম্বর গোল। কোন নির্দিষ্ট ক্লাবের হয়ে যেটা সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড। আগের রেকর্ডটি ছিল বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলারের।
ম্যাচের ৭২ মিনিটে দারুণ এক গোলে বার্সাকে ১-০ তে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। এর ঠিক দশ মিনিট পর সার্জিও বুসকেটের কাছ থেকে বল পেয়ে ওই রেকর্ডগড়া গোল করেন মেসি। যাতে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584