৬০ নং জাতীয় সড়কে কুবাই ব্রীজে ফাটল

0
77

বদরুল আলম, শালবনি:- আন্তঃজেলা পণ্য পরিবহন সহ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম ৬০ নং জাতীয় সড়ক।এই সড়কে অবস্থিত কুবাই ব্রিজে ফাটল দেখা দেওয়ায় যান চলাচলে বিপত্তি ।

সেই ফাটল

দুপুর ১২ টা নাগাদ কুবাই ব্রিজের প্রায় ৬ ফুটের মতো লম্বা ফাটল দেখতে পাওয়া যায় । আসে চন্দ্রকোনা রোড পুলিস বীট হাউসের পুলিস । ব্রিজের উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ।

বন্ধ যান চলাচল

৬০ নং জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল । ফলে ভরদুপুরে তীব্র যানজটের সৃষ্টি হয় এই সড়কে । আন্তঃজেলা পণ্য পরিবহন সহ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম এই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে যানজটের ফলে ।

আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িও । ছুটে আসেন ডি এস পি ( অপারেশন) অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী । খবর পেয়ে আসেন স্থানীয় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো । এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ চক্রবর্তীর নেতৃত্বে এন এইচ ৬০ – র ইঞ্জিনিয়াররা এসে ব্রিজের ফাটল দেখে দ্রুত তা মেরামতির উদ্যোগ নেন । তরুণ চক্রবর্তী বলেন, ‘ব্রিজের ফাটল দ্রুততার সাথে মেরামতি করে দেওয়া হবে, ইঞ্জিনিয়াররা এর তদারকি করবেন ।’ জানা গেছে , ব্রিজ মেরামতির কাজ খুব দ্রুত শুরু করা হবে । তাই দুপুরের পর থেকে কুবাই ব্রিজ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here