রণবীর দীপিকার বিয়ে নিয়ে মন্তব্য খিলাড়ি কুমারের

0
125

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

রণবীরের সাথে সংসার করা সহজ নয় মন্তব্য অক্ষয় কুমারের।রণবীর কাপুর চলে যাওয়ার পর রণবীর সিং এর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়েছেন দিপীকা।ইতিমধ্যে তাদের প্রেম বিবাহের আসরে পৌছে গেছে।১৪ ও ১৫ নভেম্বর ইটালিতে বসছে বিয়ের আসর,শুভেচ্ছাবার্তা তাঁরা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন।ইতিমধ্যেই বিয়ের খবর শোনা মাত্রই অক্ষয় কুমার বলে ফেললেন দিপীকা কে যে রণবীর সিং এর সামলানো নাকি তার কাছে খুব একটা সহজ হবে না।তাও যে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন থাকার সিদ্ধান্ত নিয়েছেন,তাতে অভিভূত অক্ষয় কুমার।তাই তিনি দীপিকাকে কুর্নিশ জানিয়েছেন।‘কফি উইথ করণ’-এ একসঙ্গে কাউচ শেয়ার করেছিলেন অক্ষয় ও রণবীর।সেখানে তিনি বলেন, “এই লোকটার সঙ্গে থাকা মানে…,হ্যাটস অফ টু দীপিকা।”এদিকে ইটালিতে বিয়েতে যাতে কোনও সমস্যা না হয়,তা নিয়ে সচেতন দু’পক্ষই।তাই বিয়ের আসরে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল। নিমন্ত্রিতরা কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না।এমনিতে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা ছাড়া কেউ নিমন্ত্রণ পাননি।কিন্তু তাদেরও মোবাইল বাইরে ছেড়েই অনুষ্ঠানে ঢুকতে হবে বলে জানানো হয়েছে।দিপীকা ও রণবীরের বিয়ের প্রস্তুতি প্রায় শেষ মূহূর্তে এসে পৌঁছেছে।

আরও পড়ুনঃ অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন কপিল শর্মা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here