নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ
পেঁয়াজ এখন মূল্যবান। একদিকে প্রয়োজনীয় এই আনাজের মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা, অপরদিকে তা নিয়ে চলছে রসিকতা। তেমনি এক রসিকতার চিত্র ধরা পড়েছে ইনস্টাগ্রামে।
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অক্ষয়কুমার তার ঘরনি টুইঙ্কল খান্নাকে একটি পেঁয়াজের কানের দুল উপহার দিয়েছেন। সেই উপহারের ছবি টুইঙ্কল ইনস্টাগ্রামে পোস্ট করেছে।
ভাইরাল সেই উপহারের ছবি। জানা যায়, অক্ষয়ের নতুন ছবি ‘Good Newwz’ –র প্রচারে কপিল শর্মা শো-এর সেটে গিয়েছিলেন তিনি। সেখানেই অভিনেতা এই দুল জোড়াটি পরেছিলেন। সেটাই তিনি ভালোবেসে স্ত্রীর জন্য এনেছিলেন।
ছবি পোস্ট করে ক্যাপশনে টুইঙ্কল মজা করে লিখেছেন, “ আক্কি কপিল শর্মার শো থেকে আমার জন্য এনেছে। মনে হয় করিনার খুব একটা পচ্ছন্দ হয়নি। তাতে কি! এই যে আমার জন্য হাতে করে এনেছে , তাতেই মন ভরে গেল। এইরকম ছোট ছোট জিনিসই তো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584