তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে অক্ষয়, বাড়ি তৈরির জন্য অর্থ সাহায্য

0
314

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

মানুষ যেকোনো জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে দাঁড়াতে যে মানুষটি সবার আগে এগিয়ে যান তিনি হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

akshay kumar helps to hijra to building house | newsfront.co
ছবিঃ ফেসবুক

এবার তৃতীয় লিঙ্গের মানুষের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি। চেন্নাইয়ে রূপান্তরকামীদের বাড়ি তৈরির জন্য দেড় কোটি টাকা অর্থ সাহায্য করেন তিনি। সুবিশাল এই বাড়ি হবে বিলাসবহুল। যেখানে তৃতীয় লিঙ্গের মানুষরা আনন্দের সঙ্গে সুন্দরভাবে বসবাস করতে পারবে।

akshay kumar helps to hijra to building house | newsfront.co
ছবিঃ ফেসবুক

আরও পড়ুনঃ লতাজির টুইটে প্রশংসা আয়ুষ্মানের

অক্ষয়ের পরবর্তী ছবি ‘লক্ষী বোম্ব’ এর পরিচালক রাঘব লরেন্সের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। বহুবছর ধরেই এই সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই সংস্থার কথাই রাঘব লরেন্স অক্ষয় কুমারকে জানান। তখন পরিচালকই প্রথম ইচ্ছা প্রকাশ করে রূপান্তরকামীদের জন্য বাড়ি তৈরি করার। আর সেই প্রস্তাবেই রাজি হয়ে যান অক্ষয়। রাঘব লরেন্স তার ফেসবুক পেজে ছবি সহ এই ঘটনাটির বিবরণ দেন।

তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। প্রসঙ্গত, বড়পর্দায় শীঘ্রই আসতে চলেছে রাঘব লরেন্স পরিচালিত ছবি ‘লক্ষ্মী বোম্ব’।

আর সেই ছবিতেই রূপান্তরকামীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। তার আগেই অক্ষয়ের এমন কাজে খুশি তৃতীয় লিঙ্গের মানুষরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here