নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানায় বাস বছর চব্বিশের অক্ষয় ভগতের। অযোধ্যা পাহাড়ের নিচে থেকেই বড়ো হয়ে উঠেছে সে। শৈশব বড়ই লড়াইয়ের। মাধ্যমিকে পড়া কালীনই আর্থিক কারণে শিক্ষা থেকে দূরে সরে যেতে হয় তাকে। ধরতে হয় সংসারের হাল। চার বোন এক ভাইয়ের সংসারে বাবার সাথে হকারি ব্যবসায় নিজের অর্থ উপার্জনের শুরু।
দু চোখে স্বপ্ন ভরা অক্ষয় নিজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারলেও নিজের এলাকার এক পাঠাগারে নারী দের প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থা করেন।
ছোটতে নিজের দিদিদের বিয়ে হতে দেখেই সংকল্প বদ্ধ অক্ষয় এবারে “বাল্য বিবাহ রোধের” সচেতনতার জন্য বাংলা ভ্রমণে। ২০১৮ র ৫ই মার্চ ভারত ভ্রমণে বেরিয়েছিল অক্ষয়, যা শেষ করতে সময় লেগেছিলো ৪০১ দিন। এবারে বাংলার প্রতিটি জেলায় ঘুরে সচেতনতা বার্তা দিতে বেরিয়েছে বছর চব্বিশের এই যুবক। তা শেষ করে সে বেড়াবে বিশ্ব ভ্রমণে।
আরও পড়ুনঃ আত্মীয়দের চারা গাছ উপহার নব দম্পতির
আজকে মুর্শিদাবাদের বহরমপুর শহরে এলে তাকে সংবর্ধনা দেওয়া হয় সঞ্জীবনী নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এমন ব্যবস্থায় খুশি অক্ষয় বলে “এই জেলার ভ্রাত্বিত্ব বোধে আমি খুশি।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত বন্ধুরা আমাকে এতো আপন করে কাছে ডেকে নেবে, তা দেখে ভালো লাগছে”। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য পার্থ সারথী জানান সোস্যাল মিডিয়াতে পরিচিত হলেও তার এই উদ্যোগ আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা অক্ষয় এর যাত্রা পথের শুভ কামনা করি। জলঙ্গী রোড হয়ে অক্ষয় এখন এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584