নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
২০২১ সালে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অথচ দারিদ্র্য যাদের উচ্চ শিক্ষার পথে একমাত্র বাধা, জেলার এমন ৫০ জন কৃতি পড়ুয়াদের বেছে নিয়ে যৌথ উদ্যোগে সংবর্ধিত করল মুর্শিদাবাদ বেলডাঙ্গা মহেশপুর বটতলার স্থানীয় সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান “আল-আমান ফাউন্ডেশন” ও “বটতলা সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশনাল ইনিস্টিটিউট”।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহে “মেধা উন্নয়ন মেধা অন্বেষণ” সূচির মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে আল-আমান ফাউন্ডেশন কৃতি পড়ুয়াদের সংবর্ধনা সহ সবুজায়নের আয়োজন করে। কর্মসূচির মূল উদ্দেশ্য আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কোন মেধা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আর এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ যত্ন সহকারে দেখে আসছে এই প্রতিষ্ঠানটি।
বেলডাঙা ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় শংকর মাইতি মহাশয় উক্ত অনুষ্ঠানে যথেষ্ট উদ্যোগী ছিলেন। মেধা পড়ুয়াদের শিক্ষার স্বার্থে প্রতিষ্ঠানের এই মহৎ কাজে ভূয়সী প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাসও দেন। প্রতিষ্ঠানকে আরো বেশি জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান এদিন।
আরও পড়ুনঃ দেরি নয়, মানুষের সুরক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড ডোজ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
আলোচক হিসেবে সভায় উপস্থিত ছিলেন আমতলা রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের আব্দুল হালিম শেখ, রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী জনপ্রিয়ানন্দ, হুগলি তারকেশ্বর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যাপক নাসির হোসেন, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রহমান সাহেব, আমতলা মডেল স্কুলের ডিরেক্টর সুজয় মণ্ডল, দেবকুন্ডু হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আলী, শিক্ষিকা রবিনা খাতুন সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান সম্পাদক মিজানুর রহমান। কৃতি পড়ুয়াদের উদ্দেশ্য করে বলেন, আজকের এই অনুষ্ঠানটি স্বার্থক হবে তখন, যখন তোমরা শিক্ষা অর্জনের সাথে সাথে নিজেকে ভালো মনের মানুষ বানাতে পারবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584