সুদীপ পাল,বর্ধমানঃ
গত ১৬ ফেব্রুয়ারি নিউজ ফ্রন্ট প্রকাশ করেছিল যে, গুসকরা মানকর রোড সম্প্রসারণের কাজে সঠিক নিয়ম মানা হচ্ছে না।শুধু তাই নয় রাস্তার কাজে কর্তৃপক্ষের গাফিলতির জেরে মানকর স্টেশনের কাছে একটি সিলিন্ডার ভর্তি গাড়ি উল্টে যায়।এখানে ড্রেন করার সময় কোন রকম সেফটি গার্ড দেওয়া ছিল না।তাছাড়া ‘কাজ চলছে’ এই ধরনের নোটিশও ডিসপ্লে করার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ।মানকর স্টেশন রোডে যেভাবে কাজ হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এলাকার বাসিন্দারা।
নিউজ ফ্রন্ট খবরের জেরে কর্তৃপক্ষ রাস্তার দু’পাশে ‘কাজ চলছে’ এই নোটিশ লাগিয়েছে।স্থানীয় বাসিন্দারা বলছেন,যেহেতু এখানে বাঁকের মুখে কাজ চলছে তাই রাস্তার দুই প্রান্ত থেকে আসা কেউই বুঝতে পারছিল না কাজ চলছে।এখন দূর থেকে ডিসপ্লে দেখেই গাড়িচালক সচেতন হতে পারবেন।তাতে কমবে দুর্ঘটনা প্রবণতা।
আরও পড়ুনঃ উল্টে গেল গ্যাস ভর্তি গাড়ি,রাস্তা নির্মাণে বেনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা
প্রসঙ্গত উল্লেখ্য,এই রাস্তায় যানবাহনের চাপ থাকে। একদিকে গুসকরা অন্যদিকে বুদবুদ।এই রাস্তা দিয়ে যাওয়া যায় দুর্গাপুর,বর্ধমান থেকে শুরু করে ইলামবাজার, নতুনহাট।
এখন ডিসপ্লে দেওয়ায় কিছুটা স্বস্তিতে চালকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584