সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
জেলার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে হাল্কা ঝোড়ো হাওয়া। সকাল থেকে মেঘলা আকাশ। বকখালি , ফ্রেজারগঞ্জ,সাগরদ্বীপ ,কাকদ্বীপ,পাথর প্রতিমা এলাকায় এখনও হয়নি বৃষ্টি।
[advanced_iframe src=”https://embed.windy.com/embed2.html?lat=20.972&lon=90.950&zoom=5&level=surface&overlay=wind&menu=&message=&marker=&calendar=&pressure=&type=map&location=coordinates&detail=&detailLat=22.566&detailLon=88.365&metricWind=default&metricTemp=default&radarRange=-1″ width=”650″ height=”450″ id=”advanced_iframe” name=”advanced_iframe” onload_scroll_top=”iframe”]
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ফিরল রায়গঞ্জ স্টেশনে
মেঘলা হয়ে গোমট ভাব উপকূলবর্তী এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা প্রস্তুত। বাঁধ এলাকা থেকে মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584