লকডাউনেও এবার ফেসবুক লাইভেই দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণীদের

0
115

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণের কারণে মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ। তার জন্য নিদারুণ মনোকষ্টে ভুগছেন পশুপ্রেমীরা। তার জন্য এবার চিড়িয়াখানা নিয়ে এল মুশকিল আসান। এবার ফেসবুক লাইভে আলিপুর ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রাণীদের দেখানো রবিবার থেকে শুরু করল রাজ্য সরকার।

Giraffe | newsfront.co
ফাইল চিত্র

দীর্ঘদিন ধরেই বন্ধ চিড়িয়াখানা। কিন্তু খুদেদের মন তো আর মানছে না।দীর্ঘদিন স্কুল নেই, বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগও নেই। সেই সঙ্গে যদি চিড়িয়াখানাও বন্ধ থাকে তাহলে মন ভাল থাকবে কী করে? সেই কথা ভেবেই ফেসবুক লাইভে চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানায় একযোগে এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাম্মানিক পুরস্কার পেলেন লালবাজার সাইবার থানার ২ অফিসার

বনমন্ত্রী বলেন, ‘ দীর্ঘদিন বাড়িতে বন্দি থেকে মনমেজাজ ভালো নেই ছোটদের। মূলত সেই কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। সকাল ৯টা থেকে ১০ টা ও বিকেল ৩ টে থেকে ৪ টে পর্যন্ত চিড়িয়াখানার প্রাণিদের ফেসবুক পেজে দেখা যাবে।’ অবশ্য পরবর্তী সময়ে এই সময়সারনীর পরিবর্তন হতে পারে। শুধুমাত্র ক্লিক করতে হবে https./ www.facebook.com/ Kolkata zoo. alipore এবং https/ www.facebook.com/ Padmaja Naidu-Himalayan- zoological parkএই লিঙ্কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here