নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দেশ তথা রাজ্য জুড়ে যখন বেশ কয়েক মাস ধরে মানুষের মধ্যে এই করোনা শব্দটা নিয়ে আতংক আর ভয়ের সৃষ্টি হয়েছে। ঠিক তখনই রাজ্যের জেলাবাসীদের আতংক আর ভয় কাটাতে এগিয়ে আসে নানান স্বেচ্ছাসেবী দল কিংবা পুলিশ প্রশাসন।
হয় গান নতুবা দেওয়াল ও পথ লিখনের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করে অনেকে। ঠিক তেমনই এদিন আলিপুরদুয়ারে দুঃস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এল একটি সামাজিক সংস্থা। যার নাম ‘চলো পাল্টাই’।
আরও পড়ুনঃ জেলা পরিষদের নেতৃত্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ওয়ার্ডবাসীদের
জানা যায়, কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির কয়েকজন যুবক মিলে এই সংস্থাটি তৈরি করেন। তারপর এই সংস্থাটির মাধ্যমে এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজ যেমন শুরু করেন তাঁরা।
তেমনই ভাবে বর্তমানে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি চৌপথীতে বৃহস্পতিবার সারা রাত ধরে ভাইরাসের বিভিন্ন চিত্র অঙ্কন করে বাসিন্দাদের সচেতন করে তাঁরা।
শুধু তাই নয় এই অঙ্কনের মাধ্যমে সামাজিক দূরত্ব সহ বিভিন্ন বার্তা দেয় হয় বাসিন্দাদের। এমনকি এলাকার সমস্ত ওষুধের ও সবজির দোকানের সামনে ক্রেতাদের ভিড় এড়াতে মার্কও করে দিয়েছে তাঁরা ।যদিও এই বিষয়ে ওই সংস্থার সদস্য চিন্ময় রায় বলেন, “বর্তমানে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই প্রয়াস।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584