দুই জেলার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক ডুয়ার্স কন্যায়

0
30

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ভাবে জানতে বুধবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন উত্তরবঙ্গের জেলা গুলিতে করোনা মোকাবিলায় নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই জেলার সি এম ও এইচ, আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ দুই জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা।

metting about corona situation | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুঃস্থ মানুষের সাহায্যে মৌসম

বৈঠকের পর সুশান্ত রায় জানিয়েছেন, “আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এখন থেকে বেসরকারি হাসপাতাল গুলি যদি রোগী ভর্তি নিতে না চায় তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট হাসপাতাল গুলির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্য দফতর।

এছাড়াও দুই জেলার উপসর্গহীন করোনা রোগীদের সেফ হোমে রেখে চিকিৎসা করা হবে। যার জন্য কোচবিহার জেলায় সাতটি ও আলিপুরদুয়ারে তিনটি সরকারি সেফ হোম খোলা হয়েছে।” ওই দশটি সেফ হোমের মোট শয্যা সংখ্যা ১৩০০টি বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here