নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৫ জন। রবিবার পুরসভার ৭ জন কর্মী সহ প্রাক্তন চেয়ারম্যান ও তার নাতনীর করোনা আক্রান্তের খবর মিলেছে।
গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে আলিপুরদুয়ার। করোনা রুখতে আগামী ৪ঠা আগস্ট থেকে পাঁচ দিনের টানা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “টাস্ক ফোর্সের বৈঠকে আলিপুরদুয়ারে পাঁচ দিন টানা লকডাউনের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ভোটের আগেই শুরু রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
ব্যাবসায়ী সমিতি এর পক্ষে রায় দিয়েছে। তাই আগামী মঙ্গলবার থেকে টানা পাঁচদিন লকডাউন হচ্ছে আলিপুরদুয়ারে। মাঝখানে দুদিন রাজ্য সরকারের নির্দেশিত লকডাউন রয়েছে।বাকি তিন দিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের লকডাউন। এই লকডাউনকে সফল করতে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584