নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইদ উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করল আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা।
সোমবার কালচিনি কৃষক বাজার কোয়ারেন্টাইন সেন্টারে যান মেন্টর মোহন শর্মা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার, সহকারী সভাপতি প্রভাত মুখার্জী। কৃষক বাজার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ১৩ জন মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইদ উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হয়।
এছাড়া জয়ঁগা কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছয় জন মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও নতুন বস্ত্র প্রদান করা হয়। মেন্টর মোহন শর্মা জানান, আমরা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করছি এবং ইদ উপলক্ষে ছোটো ছোটো উপহার তুলে দিচ্ছি।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, ইদ উপলক্ষে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসিকদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।
আরও পড়ুনঃ কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার বিলি বামেদের
আজ ইদ, অন্যান্য বার এই দিনটি তারা ঘরে খুব আনন্দের সহিত পালন করেন। কিন্তু এবার করোনার জেরে যারা কোয়ারেন্টাইন সেন্টারে আছে তারা ইদ পালন করতে পারছেনা। তাই সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি।
এদিকে ইদের দিন কোয়ারেন্টাইন সেন্টারে নতুন বস্ত্র পেয়ে খুশি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মুসলিম সম্প্রদায়ের আবাসিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584