নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সমস্ত রবার গাছ কেটে ফেলতে বাধ্য হল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি ও সাতালি এলাকার প্রায় ১০০ জন কৃষক। জানা গেছে, প্রায় দশ বছর আগে হাতির হানায় অতিষ্ট হয়ে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকার কৃষকরা চিরাচরিত চাষাবাদ ছেড়ে বিকল্প চাষের খোঁজে রবার গাছ লাগিয়ে ছিলেন।
এলাকায় হাতির উপদ্রব বেশি হওয়ার জন্য ধান-সহ অন্যান্য ফসল চাষ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। ধান পাকলে হাতির হানা বেড়ে যায়। তাই ওই সময় প্রায় ১০০-র বেশি কৃষক চিরাচরিত চাষাবাদ ছেড়ে বিকল্প আয়ের খোঁজে রবার গাছ লাগিয়েছিলেন। প্রায় ১৫০ বিঘার বেশি জমিতে লাগানো হয়েছিল রবার গাছ।
প্রায় দশ বছর কষ্টের মধ্যে দিয়ে রবার গাছ পরিচর্যা করার পর যখন রবার গাছ থেকে লেটেক্স উৎপন্ন হল, তখন বাধ্য হয়ে রবার চাষীরা সমস্ত গাছ কেটে দিলেন। রবার গাছ থেকে লেটেক্স বের করার প্রক্রিয়াটি বেশ পরিশ্রমসাধ্য এবং দক্ষ শ্রমিক নাহলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় না। তাই দশ বছরের পরিশ্রম ব্যর্থ হল তাদের।
আরও পড়ুনঃ চার দেওয়ালে বন্দী থেকেও সুখী সেবক-অর্জুন-সঞ্জয়রা
আরও পড়ুনঃ বাস-বোলেরোর সংঘর্ষে আহত একাধিক যাত্রী
চাষিরা আরও জানান যে এই এলাকায় লেটেক্স বিক্রি করার মতো বাজার নেই। বিক্রি করতে হলে যেতে হবে অসমের গৌহাটি। পাশাপাশি রবার বোর্ড থেকেও কোনও সহযোগিতা পাওয়া যায়নি। যদিও কিছু কিছু রবার চাষী লেটেক্স বের করেছে কিন্ত সেটাকে বাজারজাত করার জন্য ব্যবস্থা নেই। তাই ক্ষোভে চাষিরা সব রবার গাছ কেটে ফেলেছে।
এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান যে খুবই দুঃখজনক বিষয়– দশ বছর পরিশ্রম করার পর যখন কিছুটা আয়ের মুখ দেখবে কৃষকরা, তখন বাধ্য হয়ে ক্ষোভে তারা সব রবার গাছ কেটে ফেলেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। জেলা পরিষদের থেকে যা করণীয় তা করা হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584