করোনা টিকার তালিকা তৈরি করছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর

0
60

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা টিকার জন্য তালিকা তৈরি করছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে জেলায় চিকিৎসা পরিষেবার সাথে যুক্তদের প্রথমে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই তালিকায় চা বাগানের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নামও থাকবে।

alipurduar health department | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই চা বাগানে চিকিৎসা পরিষেবার সাথে যুক্তদের নামের তালিকা চেয়েছে জেলা স্বাস্থ্য দফতর। কিন্তু জেলার মধ্যে মাত্র ১৮ টি চা বাগান কর্তৃপক্ষ এই তালিকা জমা দিয়েছে। অন্যান্য চা বাগান এখনও সেই তালিকা জমা দেয়নি।

আরও পড়ুনঃ বালুরঘাটে জেল ভরো কর্মসূচি

জেলার অন্য স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি চাবাগানের স্বাস্থ্য কর্মীদেরকেও টিকা দেবার উদ্যোগ নেওয়ায় খুশি চা বাগানের ম্যানেজনেন্ট থেকে বিভিন্ন চা বাগান সংগঠন। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরীশচন্দ্র বেরা বলেন, “রাজ্যের নির্দেশে আমরা জেলার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করছি। সেখানে চা বাগানের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরকেও রাখা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here