নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গাড়ি ও নিরাপত্তারক্ষী ছেড়ে মোটরবাইকে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। সামনে ভোট। এবার জনসংযোগ বাড়াতে চান বিধায়ক সৌরভ চক্রবর্তী।
এতদিনের নিরাপত্তা রক্ষী,পাইলট ভ্যান, গাড়ি ছেড়ে মোটর বাইকে সওয়ার সৌরভ! তার স্পষ্ট স্বীকারোক্তি আলিপুরদুয়ারের মানুষ সৌরভ নন এবার গুটিসকে চান। গুটিস তাঁর ডাক নাম। নির্বাচনের আগে বুঝলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “আমি আজ থেকে সরকারি গাড়ি ছেড়ে দিলাম। আরও বেশি বেশি করে মানুষের সঙ্গে জনসংযোগ করবো। সেই কারণে টোটো, অটো, বাস, স্কুটি সহ যখন যেরকম পরিবহনের যান পাব তাতে করে ঘুরে বেড়িয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করব।”
আরও পড়ুনঃ বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচি ফাঁসিদেওয়ায়
দেওয়াল লিখনের পর গুটিস এবার জনসংযোগে ব্যস্ত। তার সাফ কথা চমক নয়,আলিপুরদুয়ারের মানুষ গুটিসকে চান । দল যা দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করেছেন। এবার আলিপুরদুয়ারের বিধায়ক তাই আলিপুরদুয়ারের মানুষের দায়িত্ব পালন করতে চান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584