নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শব্দবাজির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করতে করোনা আবহে এবার সব ধরণের আতশবাজি থেকেও মানুষকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করতে আলিপুরদুয়ার জেলার পুলিশ-প্রশাসনের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বাজি ফাটানোর উপরে নিষেধাজ্ঞা কার্যকর করতে বুধবার জটেশ্বর ফাঁড়ির পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার শুরু হয়। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর বাসস্টান্ড, জটেশ্বর চৌপথি, হাসপাতাল পাড়া, জটেশ্বর বাজার,কাজলী হল্ট সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালায় পুলিশ।
আরও পড়ুনঃ বাজি ব্যবসায়ীদের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে
জানা গিয়েছে, কালী পুজোর আগে জটেশ্বরের বিভিন্ন প্রান্তে বাজির অস্থায়ী দোকান বসে। কিন্তু এবার এখনও পর্যন্ত তেমন কিছু চোখে পড়েনি। পুলিশের সূত্রে খবর, বাজি বিক্রেতাদের প্রথমে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধ না মানলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আমজনতার জন্য শুরু হল লোকাল ট্রেনের চলাচল
এদিন জটেশ্বর ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য বলেন, “মানুষকে সচেতন করতে জটেশ্বরের বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে। মহামান্য হাই কোর্টের নির্দেশে এবং জেলা পুলিশের পক্ষ থেকে করোনা আবহে আতশবাজি কিংবা অন্য কোন বাজি ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ। কেউ আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584