নিজস্ব সংবাদদাতা, আলিপুরদয়ারঃ
লকডাউন নিয়ে আরও বেশি কড়া মনোভাব নিল আলিপুরদুয়ার জেলা পুলিশ। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানাতে লক ডাউন ভাঙার জন্য বেশ কিছু মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আইন ভাঙার নিরিখে সব থেকে বেশি গ্রেফতার হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়।
তবে এদিন ফালাকাটা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি ফালাকাটার বিভিন্ন হাটে বাজারেও পুলিশ টহলদারী বাড়িয়েছে। এমনকি রাস্তায় দেখলেই পুলিশের শাসানি খাচ্ছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ কালবৈশাখীর ঝড়ে তার ছিঁড়ে বিপত্তি এলাকায়
যদিও এই বিষয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ লক ডাউন মেনে চলতেই হবে। যাদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া বরদাস্ত করবে না পুলিশ। সরকারি নিয়মে লক ডাউন সকলকে মানতেই হবে। ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584