নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাসের গুজবে চরম আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ এলাকায়।কিছুদিন আগেই চিনের গোনজাও থেকে হ্যামিল্টনগঞ্জে ফিরে আসেন এলাকার বাসিন্দা কমল শিবা। তিনি পেশায় হোটেল কর্মী।
অভিযেগ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে যে তারা হয়ত করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। ঘটনায় অত্যন্ত মর্মাহত কমল শিবা ও তাঁর পরিবার।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী চিনের গোনজাও-এর হোটেল কর্মী কমল শিবা দেশে ফিরে আসেন। আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যদফতর তাঁর পরীক্ষা নিরিক্ষা শুরু করে। তাঁর পরিবারের লোকেরও পরীক্ষা শুরু হয়। এখনও নিয়মিত ভাবে চলছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। ডাক্তারদের মতে তিনি ও তাঁর পরিবারের লোকরা সুস্থ রয়েছেন।
আরও পড়ুনঃ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি যুবক
শনিবারও কমল শিবার পরিবারের লোকেদের সাথে দেখা করেন আলিপুরদুয়ার জেলাপরিষদের কর্মাধক্ষ পদ্মা রায়। তিনি জানান “কেউবা কারা গুজব ছড়াচ্ছে আমরা জলাপরিষদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্ৰহণ করবো।”
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ পূরণ শর্মা জানান “ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ আছেন এবং ১৫ দিন ধরে ওনার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। ওনার শরীরে কোনো প্রকার করোনা ভাইরাসের লক্ষণ নেই। আমরা সজাগ রয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584