নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোমবার আনুষ্ঠানিক ভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্র নাথ রায় দায়িত্ব গ্রহণ করলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যক্ষ মহেন্দ্রবাবু আগেই অনলাইনে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করলেন।
আলিপুরদুয়ার শহরে আলিপুরদুয়ার কলেজেই অস্থায়িভাবে এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। ২০২১ সালের শিক্ষা বর্ষেই চালু হচ্ছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে শুভেন্দুর বিরুদ্ধে ‘দূর হটো’ স্লোগানে বিক্ষোভ তৃণমূলের
এদিন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্র নাথ রায় দায়িত্ব নেওয়ার সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার কলেজ পরিচালন কমিটির সভাপতি বিধায়ক সৌরভ চক্রবর্তী, রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি, আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ তথা আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার দীলিপ রায় সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ শ্রম দফতরের বৈঠকে মন্ত্রীদের সামনেই নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার
এদিন দায়িত্ব নেওয়ার পরেই উপাচার্য মহেন্দ্র নাথ রায় বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে গোটা বিশ্বের দরবারে সুনাম অর্জনের চেষ্টা করা হবে। চা ও পর্যটনের বিভিন্ন কোর্স ও গবেষনায় উল্লেখ যোগ্য ভূমিকা পালন করবে এই বিশ্ববিদ্যালয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584