সোহরাবুদ্দিন মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস দিল সিবিআই কোর্ট

0
64

ওয়েবডেস্কঃ

স্পেশাল সিবিআই কোর্ট আজ সোহরাবুদ্দিন ফেক এনকাউন্টার মামলায় অভিযুক্ত ২২ জনকেই বেকসুর খালাস দিল।

ছবি সৌজন্যে-live law

বিচারপতি এস.জে.শর্মা সমস্ত অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে live law সূত্রে জানা গেছে। যে প্রমাণ দাখিল করা হয়েছিল সেটা যথেষ্ট নয় বলে কোর্ট জানায়।

সিআইডির হাত থেকে ২০১০ সালে সিবিআইয়ের হাতে মামলাটি হস্তান্তরিত হয়। প্রাথমিক অবস্থায় অমিত শাহ সহ মোট ৩৮ জনের নাম উল্লেখ ছিল। পরে ১৬ জনের নাম বাদ যায়। প্রথমে মামলাটি শোনেন বিচারপতি জে.টি. উৎপাট , তারপর বিচারপতি বি.এইচ. লোয়া। বিচারপতি লোয়ার মৃত্যুর পর এই মামলা শোনেন এম.বি. গোসাভি ও এস.জে. শর্মা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here