Rakesh Asthana’s Appointment : আদালত অবমাননার মামলা নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে

0
53

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানা কে দিল্লি পুলিশ কমিশনার পদে নিয়োগ করেছে কেন্দ্র। এবিষয়ে দিল্লি বিধানসভায় ২৯জুলাই পাস হলো রেসলিউশন। আম আদমি পার্টি বিধায়ক সঞ্জীব ঝা বিধানসভায় রেসলিউশনের প্রস্তাব আনেন।

pm modi

অন্যদিকে বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি মোশনের বিরুদ্ধে ছিলেন স্বাভাবিকভাবেই। গুজরাট ক্যাডারের আইপিএস রাকেশ আস্থানার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কে ধন্যবাদ জানানো এমন একজন উপযুক্ত আইপিএস কে দিল্লি পুলিশের কমিশনার পদে নিয়োগ করার জন্য।” বিধুরি আরো বলেন যে রাজধানীকে অপরাধমুক্ত করতে রাকেশ আস্থানা-ই এই মুহূর্তে যোগ্যতম।

আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে সুপ্রীম কোর্টে জনস্বার্থ মামলার শুনানি আগামী সপ্তাহে, জানালেন প্রধান বিচারপতি

বিরোধী দলনেতা বিধুরির ঠিক এই বক্তব্যকে হাতিয়ার করে বলতে শুরু করেন দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন,” বিরোধী দলনেতা তার মানে বলতে চাইছেন যে আস্থানার আগে যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনি কোন কাজই করেননি। বিধুরির বক্তব্য থেকে এটাই প্রমাণ হয় যে, কেন্দ্র যোগ্য আধিকারিকদের এযাবৎ দিল্লির পুলিশ কমিশনার পদে নিয়োগ করতে চায়নি। সত্যেন্দ্র জৈনের প্রশ্ন, তাহলে আস্থানাকে কেন এতদিন সিবিআই এর ডিরেক্টর পদে নিয়োগ করা হলোনা!

আরও পড়ুনঃ ‘বিচারব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ’, ঝাড়খণ্ডের বিচারক হত্যায় বললেন বিচারপতি চন্দ্রচুড়

ইতিমধ্যে রাকেশ আস্থানার নিয়োগের প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন এমএল শর্মা নামে এক আইনজীবী। আস্থানার চাকরির মেয়াদ বাকি রয়েছে আর তিনদিন, এর আগে অন্য একটি মামলায় সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল চাকরির মেয়াদ অন্তত তিন মাস বাকি না থাকলে ডিজিপি বা সমতুল্য পদে কাউকে নিয়োগ করা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here