সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা

0
960

সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুর:

আগামী রবিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে জমজমাট বুদ্ধি যুদ্ধ। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হবে সারা বাংলা আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা।পশ্চিম মেদিনীপুর ,পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার পাশাপাশি দক্ষিনবঙ্গের কলকাতা,হাওড়া, বাঁকুড়া,পুরুলিয়া,দুই চব্বিশ পরগনা,নদীয়,হুগলী, মুর্শিদাবাদের বাছাই করা স্কুলের দলগুলি এতে অংশ নেবে।

ইতিমধ্যে আগষ্টের শুরুতে বিদ্যালয় গুলিতে “কুইজ সপ্তাহ” চালিয়ে বুকলেট বিলির মধ্য দিয়ে কুইজারদের বাছাই করা হয়েছে। কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার জানিয়েছেন মোট ১২৮ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে । প্রতিযোগিতায় উপস্থিত থাকার ব্যপারে সম্মতি জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক পান্ডব গোয়েন্দার সষ্ট্রা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বিখ্যাত কুইজ মাস্টার রাজীব সান্যাল, ক্যাকটাস ব্যান্ডের গায়ক ডাঃ সিদ্ধার্থ রায় ( সিধু) প্রমুখ। কুইজকে সাফল্যমন্ডিত করে মেদিনীপুরের সম্মান বজায় রাখতে চেষ্টার ত্রুটী রাখছেন না কুইজ কেন্দ্রের রিংকু চক্রবর্তী, গৌতম বসু, অরিন্দম দাস, চঞ্চল হাজরা, প্রসূন পড়িয়া,মনিকাঞ্চন রায়, ধীমান চক্রবর্তী, বিশ্বজিৎ কর্মকারের মতো সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here