রাজ্যে ১০ জুন পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, বেশিক্ষণ খোলা থাকবে খাদ্যপণ্যের দোকান

0
617

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

Mamata Banerjee | newsfront.co
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী। চিত্র সৌজন্যঃ এএনআই

সকালে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের পর, আজ বিকেলে নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশে লকডাউনে শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু রাজ্য এবং দেশজুড়ে করোনার প্রকোপ উর্ধ্বমুখী।

এমতাবস্থায় রাজ্যে করোনা মোকাবিলা বিষয়ে এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে, আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে। একইসাথে খাদ্যপণ্যের দোকানগুলি খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করলেন। তিনি জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে খাদ্যপণ্যের দোকান।

আরও পড়ুনঃ রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ থেকে বেড়ে ৯৫

পাশাপাশি দোকানে একসঙ্গে যাতে সাধারণ মানুষ ভীড় না করেন তারও অনুরোধ করেন। প্রসঙ্গত উল্লেখ্য সামাজিক দূরত্ব বাড়াতেই খাদ্যপণ্যের দোকান বেশিক্ষণ খুলে রাখার সিদ্ধান্ত যাতে মানুষ ভিড় না করে খাদ্য সংগ্রহ করতে পারে। একইসাথে রাজ্যে লকডাউনের মেয়াদবৃদ্ধি করে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণাও তিনি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here