ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

সকালে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের পর, আজ বিকেলে নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশে লকডাউনে শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু রাজ্য এবং দেশজুড়ে করোনার প্রকোপ উর্ধ্বমুখী।
Schools in the state to remain closed till June 10: West Bengal CM Mamata Banerjee#COVID19 pic.twitter.com/ebsEI48fXf
— ANI (@ANI) April 11, 2020
এমতাবস্থায় রাজ্যে করোনা মোকাবিলা বিষয়ে এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে, আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে। একইসাথে খাদ্যপণ্যের দোকানগুলি খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করলেন। তিনি জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে খাদ্যপণ্যের দোকান।
We are also on same page with PM, want lockdown extended till April 30: West Bengal CM Mamata Banerjee
— Press Trust of India (@PTI_News) April 11, 2020
আরও পড়ুনঃ রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ থেকে বেড়ে ৯৫
পাশাপাশি দোকানে একসঙ্গে যাতে সাধারণ মানুষ ভীড় না করেন তারও অনুরোধ করেন। প্রসঙ্গত উল্লেখ্য সামাজিক দূরত্ব বাড়াতেই খাদ্যপণ্যের দোকান বেশিক্ষণ খুলে রাখার সিদ্ধান্ত যাতে মানুষ ভিড় না করে খাদ্য সংগ্রহ করতে পারে। একইসাথে রাজ্যে লকডাউনের মেয়াদবৃদ্ধি করে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণাও তিনি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584