ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায় যে দেশব্যাপী স্কুল কলেজ বা অন্যান্য সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
#FactCheck
Claim: MHA permits all States to open schools.Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020
মিডিয়ার একাংশ দেশের সমস্ত রাজ্য গুলোকে স্কুল খোলার অনুমতি দিয়েছে বলে প্রচার চালাচ্ছে । এই প্রচারের পরেই আসরে নামতে হয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকে ।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফের টুইট করে জানানো হয়,”স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশব্যাপী সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।”
আরও পড়ুন:সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর
করোনা অতিমারিতে দেশব্যাপী লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত ২৪ শে মার্চ প্রথমবারের জন্য ২১দিনের লকডাউন ঘোষণা করেন। এখন ৩১শে মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584