সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
147

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুন মাসের শেষার্ধে ও জুলাইয়ের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা।করোনা পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে একাধিক বিধিনিষেধ জারি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Partha Chatterjee | newsfront.co
ফাইল চিত্র

ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে মাস্ক পড়ে প্রবেশ করতে হবে। সঙ্গে রাখতে হবে নিজস্ব স্যানিটাইজার বোতল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের মাঝে এক মিটার দুরত্ব রাখতে হবে। মাঝে একটি বেঞ্চ খালি রাখা হবে।

আরও পড়ুনঃ সোনিয়ার ডাকে ভার্চুয়াল বৈঠকে থাকছেন মমতা

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ২৯ জুন ও ২ জুলাই ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলো। কোন দিন কি বিষয়ে পরীক্ষা হবে তা এখনও জানা যায়নি। তবে পুরনো পরীক্ষাসূচী অনুযায়ী পর পর পরীক্ষা হবে বলে সংসদ সূত্রে খবর।

করোনা মোকাবিলায় টানা দু মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। আবারও ১৮মে থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। আর এই লকডাউনের জেরেই বন্ধ স্কুল, কলেজ। সেই কারণেই বাকি থেকে গিয়েছিল উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষা। অবশেষে আজ উচ্চমাধ্যমিকের সেই বাকি থাকার পরীক্ষার কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এতে খুশি পরীক্ষার্থীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here