"My actions against corruption infuriated some": PM Modi's dig at opposition
— NDTV (@ndtv) January 19, 2019
Read here: https://t.co/NL6M720W70 pic.twitter.com/eBEYWos6jY
ওয়েবডেস্কঃ
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ বিরোধীদের ডাকা কলকাতার ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা মেরে মন্তব্য করেন যে সমস্ত বিরোধীরা আজ পশ্চিমবঙ্গে একজোট হয়ে বাঁচাও, বাঁচাও করছেন।
তিনি শনিবারে দাদরা ও নগর হাভেলির সিলভাসার এক সভায় বলেন যে দুর্ণীতির বিরুদ্ধে তাঁর কর্মসূচি কিছু মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে। দেশকে লুন্ঠন করতে বাঁধা দিয়েছেন, তাই তারা এখন মহাজোট গড়ে তুলছেন। মোদী আরও দাবি যে ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে যোগদানকারী জোটের নেই কোনও স্থায়িত্ব, নেই কোনো শান্তিও।জোটের নেতা কে হবেন, তাই নিয়ে এখন থেকেই দর কষাকষি শুরু হয়ে গেছে। তাঁদের পৃথিবী মোদীকে ঘৃণা করে শুরু, মোদীকে গালি দিয়েই শেষ হয় বলেও তাঁর দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584