নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি ও কৃষক বিরোধী অর্ডিন্যান্সের বিরুদ্ধে বুধবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিক্ষোভ মিছিল করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন কেশপুরের প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলুই।সামাজিক দূরত্ব মেনে সিপিএম দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
কেন্দ্র সরকারের কৃষি ও কৃষক বিরোধী অর্ডিন্যান্সের কপি পুড়িয়ে প্রতিবাদ জানায় ওই সংগঠন এর কর্মীরা।কেশপুরের প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলুই বলেন, ‘কেন্দ্রীয় সরকার কৃষি ও কৃষক বিরোধী। তাই ওই আইন তৈরি করেছে। ওই আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সভার আন্দোলন অব্যাহত থাকবে।’
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ থেকে আমপান-বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার
তিনি আরো বলেন, ‘বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ওই আইন করে তাদের প্রকৃত চেহারা দেশ বাসীর কাছে তুলে ধরলেন। সরকার এই আইন করে কৃষকদের সর্বনাশ করতে চাইছে। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করতে চায় না। তাই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584