নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন(আইটা)এর সারা বাংলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের বহরমপুরে। রাজ্যের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও গবেষকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই সম্মেলনে। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আব্দুর রফিক, আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক আয়তুল্ল্যাহ ফারুক, রাজ্য সভাপতি মহ: মহাবাবুল, রাজ্য সম্পাদক শেখ মোস্তফা জামান ও জেলা সভাপতি মহ: মফিজুর রহমান প্রমুখ। নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলমের দায়িত্বে এই শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার প্রাক্তন সম্পাদক মহ: সেলিম রেজা ও মালদার জেলা সভাপতি আবেদ আলী।
১৯৯২ সাল থেকে পথ চলা শুরু এই জনপ্রিয় ও দায়িত্বশীল শিক্ষক সমিতির। সমাজ গঠন ও শিক্ষক প্রসঙ্গ ছাড়াও ২০২০ পরবর্তী সেশন ২০২১-২৪ র জন্য রাজ্য কমিটি নির্বাচন ছিল এই সম্মেলনের অন্যতম বিষয়।স্যাক (SAC) নির্বাচনে সাত সদস্যের রাজ্য উপদেষ্টা কমিটি গঠন হয়। তারা হলেন প্রধান শিক্ষক জানে আলম, অধ্যাপক আয়াতুল্লাহ ফারুক, শিক্ষক জুলফিকার আলী মোল্লাহ, শিক্ষক মহ: শেখ মুস্তফা জামান আমিনুল ইসলাম ও মহ: সেলিম রেজা।
আরও পড়ুনঃ শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ স্থানীয় মহিলাদের
তবে উল্লেখ্য যে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন জানে আলম। জানে আলম বলেন, “শিক্ষকতা মানে কেবল জীবিকা নয়। শিক্ষকতার মাধ্যমে সমাজ পুনর্গঠনের কাজ করলে ঈশ্বরের নৈকট্য লাভ করা হয়। মহাবিদ্যালয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক দেশে শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত নানাবিধ কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ। একটা শ্রেণীকক্ষের মধ্যে দিয়েই দেশের গতিপথ নির্ধারিত হয়।” তিনি আরো বলেন,”শিক্ষাকতাকে চাকুরী হিসেবে নয় বরং সেবা হিসেবে মনে করে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584