সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
একাধিক দাবিতে পথ মিছিল করে অবশেষে স্মারকলিপি জমা দিলেন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশানের সদস্যরা।কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশানের সম্পাদক মনোজ পান্ডার নেতৃত্বে কাকদ্বীপ কোর্ট থেকে হেঁটে কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বার কাউন্সিল অফ ইন্ডিয়া ,বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়।কাউন্সিল ওফ ইন্ডিয়া এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আইনজীবিরা একাধিক অভিযোগ করেছেন ও দাবি রেখেছেন।
আরও পড়ুনঃ হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষা
সেই দাবি গুলির মধ্যে অন্যতম আইন জীবিদের স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা, পেনশন চালু করার পাশাপাশি আইনজীবিদের স্টাইপেন ব্যবস্থা করার দাবি রয়েছে।যারা হাইকোটে প্র্যাকটিস করেন তারা রাজ্যপাল কে যারা জেলা কোটে প্র্যাকটিস করেন তারা জেলা কোট এবং যারা মহকুমা কোটে প্যাকটিস করেন তাদেরকে মহকুমা শাসকের কাছে এই দাবি স্মারকলিপি জমাদেন।যা আজ কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশান জমা দেন কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584