শ্যামল রায়,কালনাঃ
অল ইন্ডিয়া বার কাউন্সিলের ডাকে কালনা মহকুমা আদালতের আইনজীবীরা বিভিন্ন দাবিদাওয়া আদায়ে মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ মহকুমা শাসকের দপ্তরে যাওয়া থেকে মিছিল,ও বিক্ষোভ সমাবেশ করেন।সিনিয়র আইজীবীদের মাসে পঞ্চাশ হাজার টাকা ফ্যামিলি পেনশন চালু,নতুন আইনজীবীদের দশ হাজার টাকা ষ্টাইপেন্ড চালু,ই লাইব্রেরী চালু,আদালত চত্বরে প্রতিটি আইনজীবীদের জন্য চেম্বারের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তোলেন।
আরও পড়ুনঃ কাকদ্বীপে পথে নামলেন আইনজীবীরা
এই বিষয়ে কালনা বার অ্যাসোসিয়েশনের পরিচালন সমিতির সদস্য আইনজীবী পার্থসারথি কর বলেন,”কালনা আদালতের পরিকাঠামোর অভাবে চেম্বার না থাকার কারণে সাম্প্রতিককালে গাছের ডাল পড়ে মহম্মদ আসিফ নামে এক আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়।প্রশাসনের কাছে এই বিষয়ে বারংবার বলাতেও কোনো কাজ হয়নি।এইরকমই বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া বার কাউন্সিলের ডাকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ।দাবিদাওয়া পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584