হিজাব মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ড

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কর্ণাটক হিজাব মামলায় কোরানের ভুল ব্যাখ্যা করে রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট, তাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personnel Law Board)। পাশাপাশি আরেকটি ইসলামিক সংগঠন ‘সমস্থ কেরল জেম-ইয়েথদুল উলেমা’ -ও কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শরণাপন্ন হয়েছে শীর্ষ আদালতের।

Hijab Row

পিটিশনারদের তরফে বলা হয়েছে, ইসলাম ধর্ম অনুযায়ী হিজাব না পরার উপরে কোনও জরিমানার নির্দেশ নেই। এর ভিত্তিতে হিজাবকে বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করেছে কর্নাটক হাইকোর্ট, যা সঠিক নয়।এই রায়ের প্রভাব শুধু রাজ্যে নয় পড়তে পারে গোটা দেশেই।

কর্নাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের উপরে নিষেধাজ্ঞা জারি করে মামলার রায়ে বলে যে, ইসলাম ধর্মাচরণে হিজাব আবশ্যক নয়। পিটিশনাররা জানিয়েছেন, কোরানের ভুল ব্যাখ্যা করেছে আদালত। পবিত্র কোরানের ৩১ ও ৫৯ তম আয়াতের উল্লেখ করে তাঁরা বলেন, কোরান ও মহম্মদের শিক্ষায় বলা হয়েছে ঘনিষ্ঠ পরিবার ছাড়া অন্য কোনও পুরুষের সামনে মহিলাদের মাথা ও ঘাড় ঢেকে রাখা উচিত। মুসলিম মহিলারা জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে থাকেন নিজেদের মাথা ও শরীর ঢেকে রাখতে। আধুনিক সময়েও হিজাবে গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া বিষয়টি শুধু হিজাব নিয়ে নয়, তা ব্যবহারের উদ্দেশ্য নিয়ে।

আরও পড়ুনঃ বগটুই কান্ডে বিধানসভায় তৃণমূল-বিজেপি হাতাহাতি, ধস্তাধস্তি

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে হিজাব মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে বলা হয়েছিল যে, আগামী ২৮ মার্চ থেকে রাজ্যের স্কুল কলেজগুলিতে পরীক্ষা শুরু হচ্ছে। এই রায় প্রত্যাহার করা না হলে, বহু ছাত্রী পরীক্ষা দিতে পারবেন না। আর্জি খারিজ করে প্রধান বিচারপতি এনভি রামনা বলেছিলেন, “পরীক্ষার সঙ্গে হিজাবের কোনও সম্পর্ক নেই। দয়া করে এটিকে চাঞ্চল্যকর বানাবেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here