পর্যাপ্ত খাবার-সহ গরম পোশাক থেকে বঞ্চিত সেনাকর্মীরা, জানাচ্ছে ক্যাগ রিপোর্ট

0
193

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

দেশের সীমান্তে প্রহরারত সেনাদের মেলে না পর্যাপ্ত খাবার। পাওয়া যায় না পরনের গরম পোশাকটুকুও। সিয়াচেন, লাদাখ, ডোকালাম এইসমস্ত জায়গায় প্রহরারত সৈনিকদের অবস্থা এরকমই। এমনটাই জানাচ্ছে দু’বছর আগের ক্যাগ রিপোর্ট, যা গত ২ ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছে।
army man | newsfront.com
চিত্র সৌজন্যঃ পিন্টারেস্ট ডট কম

পাহাড়ের উচ্চতায়, হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রায় খাবার পেয়ে না পেয়ে, অথবা পরনের গরম বস্ত্রটুকুও অনেক সময় না পেয়ে কর্তব্যে সদা হাজির থাকতে হয় সেনাকর্মীদের। ক্যাগের রিপোর্ট জানাচ্ছে, নির্দিষ্ট মূল্যে যে খাবার তাদের দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। দৈনিক ক্যালরির চাহিদাও তাতে মেটে না। কারণ, যে পরিমাণ টাকা সেনাকর্মীদের জন্য বরাদ্দ থাকে, তাতে সাধারণ খাবার নিলে যে পরিমাণ দেওয়া যায়, অপেক্ষাকৃত মূল্যবান খাবার সেই দামে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না।

জানা গেছে, সেনাবাহিনীর জন্য সেই মূল্যবান খাবারগুলি বাছা হলেও ওই একই দামে দেওয়া হচ্ছে অনেক কম খাবার। ক্যাগ রিপোর্ট বলছে, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সেনার খাবারের ব্যবস্থার জন্য ওপেন টেন্ডার ডেকেছিল। কিন্তু নর্দার্ন কমান্ডে তেমনটা হয়নি।
সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক ২০০৭ সালে অধিক উচ্চতায় কর্তব্যরত বাহিনীর জন্য উপযুক্ত পোশাক কেনার বিষয়টিতে গতি আনতে একটি কমিটি গঠন করে। কিন্তু তারপরেও কোনও পদক্ষেপই ফলপ্রসূ হয়নি, বরং পরিকল্পনা আরও ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে। ক্ষেত্রবিশেষে তাও হয়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here