নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সম্প্রতি আবগারি দফতর ২০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ঘোষণা করেছে ‘হয় ভাতা নয় জরিমানা’। লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি মদ বিক্রির মাধ্যমে এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারলে ভাতা দেওয়া হবে নতুবা তাদের লাইসেন্স বাতিল করা হবে।
এই ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার মহিলা সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন ডিওয়াইও, ছাত্র সংগঠন ডিএসও’র পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আবগারি দফতরে বিক্ষোভ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের কর্মীরা মিছিল করে দফতরের সামনে এলে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা বেলা পাঁজা।
আরও পড়ুনঃ দলীয় নেতাকে আটকের প্রতিবাদে দেগঙ্গায় বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের
এই দিন এই কর্মসূচির নেতৃত্ব দেন প্রতিমা জানা, গোপাল সিংহ, রাজকুমার মান্না প্রমুখ । এইদিন বক্তব্য রাখতে গিয়ে বেলা পাঁজা বলেন এই লক্ষ্য মাত্রা পূরণের উদ্দেশ্যে বাস্তবে দোকানদাররা বেশি করে মদ বিক্রি করার চেষ্টা করবে। ফলে নারীর সম্ভ্রমহানি হিংসা, অনৈতিক কার্যকলাপ আরও বাড়বে। তিনি যেকোন মূল্যেই একে আটকানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584