নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা মাথাচাড়া দেওয়ায় ফের লকডাউনের ডাক এ রাজ্যেও। রবিবার থেকে আগামী ১৫ দিন অর্থাৎ ১৬ মে থেকে ৩০ মে অবধি বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, ইন্ডাস্ট্রি। বন্ধ থাকবে বাস, মেট্রো, রেল, অটো, ট্যাক্সি। কেবল খোলা থাকবে জরুরি পরিষেবা।
১৬ মে অর্থাৎ আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে নবান্ন।প্রশ্ন হল, এমতাবস্থায় টলিপাড়ার শুটিংয়ের কী হবে? তাও কি তবে বন্ধ থাকবে? নাকি শুটিং বহাল রাখার জন্য থাকবে কোনও বিকল্প উপায়?সংবাদ মাধ্যমকে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন- “জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ। তাই শুটিং চলার তো কোনও প্রশ্নই ওঠে না। এখন দেখতে হবে কতদিনের ব্যাঙ্কিং আছে। মানে কতদিন দেখাতে পারব এপিসোড। এরপরেই একটা মিটিংয়ে সবার সঙ্গে বসা হবে বলে আশা করছি।”
আরও পড়ুনঃ অন্তসুখ- এর মতো ছোট ছবি ফেস্টিভ্যালে যাওয়া উচিতঃ অনিন্দ্য ব্যানার্জি
সূত্রের খবর অনুযায়ী, এখনও অবধি আগামী পদক্ষেপ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরূপ বিশ্বাস। (সভাপতি, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান) তাঁর কথায় মিটিংয়ের পর জানা যাবে।সংবাদ মাধ্যমকে শান্তিলাল মুখোপাধ্যায় (যুগ্ম সম্পাদক, আর্টিস্ট ফোরাম) জানিয়েছেন- “কাল থেকে সমস্ত যান চলাচল বন্ধ। কেউ আসতেও পারবেন না। সেক্ষেত্রে শুটিং বন্ধ রাখা ছাড়া উপায় নেই। এখানে আর্টিস্ট ফোরামের তো কিছু বলার নেই। সরকার থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মেনে চলা হবে।”
আরও পড়ুনঃ ঈদে হাজির স্বল্প দৈর্ঘের সম্প্রীতির ছবি ‘দোয়া’
সুশান্ত দাস জানান- “আমাদের কাছে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনও গাইডলাইন আসেনি। কাল থেকে শুটিং বন্ধ হয়ে যাবে কিনা জানি না। স্বরূপ বিশ্বাস কী জানান তার জন্য অপেক্ষা করছি।”নিউজ ফ্রন্টকে পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন- “আমাদের কাছে এখনও শুটিং বন্ধের কোনও নির্দেশ আসেনি। তবে গাড়ি ঘোড়া বন্ধ হলে কেউ আসতে পারবে না। সেক্ষেত্রে শুটিং কীভাবে চলবে জানি না। সবটাই নির্ভর করছে ফেডারেশনের সিদ্ধান্তের উপর।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584