নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে রাজ্যের সব পুরসভার ভোট হবে, বৃহস্পতিবার পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। পুরভোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানির সময় হাই কোর্টে বিজেপি প্রশ্ন তোলে রাজ্যের সব পুরসভায় কেন এক সঙ্গে ভোট না হয়ে পৃথক ভাবে কলকাতা পুরসভার জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হল?আদালতও জানতে চায় কবে বাকি পুরসভাগুলির ভোট হবে। এই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, কলকাতার চিকিৎসা ব্যবস্থা ভাল হওয়ায় আগে ভোট হচ্ছে। ৩০ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সব পুরসভায় ভোটগ্রহণ সেরে ফেলা হবে।
আরও পড়ুনঃ আইনি রক্ষাকবচ পেয়ে মুম্বাই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং
বৃহস্পতিবার বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মামলায় এবং পুরভোট সংক্রান্ত অন্য একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন যে, কমিশন জানিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য তারা এক সঙ্গে ভোট করতে চাইছে না। ত্রিপুরায় ভোট হচ্ছে। ভোটে আপত্তি নেই কারুরই।
আরও পড়ুনঃ মোদি-মমতা বৈঠকে বিএসএফ থেকে শুরু করে টিকা, আলোচনায় এসেছে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া
কিন্তু আগে কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছিলেন জনস্বার্থ মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। তা সত্বেও কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হল? কমিশনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারিরও দাবি জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584