হাইকোর্টের নির্দেশে আর্থিক প্রতারণার মামলায় সাতদিনের স্বস্তি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের

0
49

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

jay prakash majumdar
ছবি: সংগৃহিত

আগামী সাতদিনের জন্য স্বস্তি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার রাজ্য সরকারকে নির্দেশ দেন, আগামী সাত দিন কোনও ব্যবস্থা নেওয়া যাবে না জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নামে বেশ কয়েকটি আর্থিক প্রতারণার মামলা রয়েছে বিধাননগর উত্তর থানায়। প্রায় এক বছর আগে কয়েকজন টেট পরীক্ষার্থী মামলা করেন জয়প্রকাশ মজুমদারের নামে। তাঁরা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে মামলা লড়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন জয়প্রকাশ। সেই মামলার খরচ বাবদ দুদফায় অগ্রিম ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপি বিরোধী দলের নেতৃত্বদের নৈশভোজে আমন্ত্রণ সোনিয়ার, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ!

কিন্তু জয়প্রকাশ মামলাও করেননি, টাকাও ফেরত দেননি। এর মধ্যেই গত সপ্তাহে অরূপরতন রায় নামের এক ব্যক্তি বিধাননগর উত্তর থানায় তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেন। অরূপরতন বাবুর অভিযোগ, তাঁকে বাগদায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। লাইসেন্স পাওয়ার জন্য তিনি জয়প্রকাশ বাবুর বাড়িতে গিয়ে তিনি মোটা অঙ্কের টাকাও দেন বলে অভিযোগপত্রে জানান অরূপবাবু। সে টাকাও ফেরত পাননি , লাইসেন্সও পাননি অরূপরতন বাবু।

আরও পড়ুনঃ ব্রেকিং: দিল্লিতে তৃণমূলে যোগ দিলেন সাকেত গোখলে

এর পরই বেগতিক দেখে হাই কোর্টের দ্বারস্থ হন জয়প্রকাশ মজুমদার। বিরোধী দলের নেতা হওয়ায় তাঁকে গ্রেফতার করে বিভিন্ন মামলায় ফাঁসাতে পারে পুলিশ, এমন আশঙ্কার কথা জানান তিনি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের করারও আবেদন করেন আদালতের কাছে। সেই মামলারই শুনানি ছিল এদিন। তাতে আদালতের নির্দেশে আগামী সাতদিনের জন্য কিছুটা স্বস্তি পেলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here