নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
ভাতা বৃদ্ধি, স্থায়ীকরণ, বেতন পরিকাঠামো সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে বুধবার বালুরঘাটে জেলা শাসক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসল সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা।
এদিন সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে শতাধিক কর্মী। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা।
তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা।
দক্ষিণ দিনাজপুর জেলা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের দাবি, তারা জেলার গ্রামীণ এলাকায় সোশ্যাল অডিট, ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং বর্তমানে করোনা নিয়ন্ত্রণে কাজ করে চলেছে।
আরও পড়ুনঃ কোচবিহার জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান
কিন্তু তাদের মাসিক ভাতা সামান্য। অপরদিকে ভাতা নিয়মিত দেওয়া হয় না বলেও তারা জানান। কর্মসংস্থানের নিশ্চয়তা এবং ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে এদিন জেলাশাসকের দফতরের সামনের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করেন তারা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584