মনিরুল হক, কোচবিহারঃ
এলাকার অশান্তি থামাতে এবার প্রশাসনিক স্তরে এক সর্বদলীয় শান্তি বৈঠকের আয়োজন হয় তুফানগঞ্জের নাটাবাড়িতে। এই সর্বদলীয় শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা শাসক অরবিন্দ ঘোষ, তুফানগঞ্জ ১ নং ব্লক ডেভলপমেন্ট অফিসার শুভজিৎ দাস গুপ্তা, তুফানগঞ্জ এর এসডিপিও জ্যাম ইয়াং জিম্বা, তুফানগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ প্রমুখ।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক গোলমাল। এর ফলে এলাকার ব্যবসা,শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক জীবন পরিচালনার ক্ষেত্রেও অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে প্রায়ই উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জের নাটাবাড়িতে। রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকায় রাজনৈতিক ক্ষমতা কার দখলে থাকবে এই নিয়ে এই দুই দলের অশান্তি এখন প্রশাসনের মাথা ব্যথার অন্যতম কারণ।
আরও পড়ুনঃ সিবিআই থেকে বাঁচতেই মমতার দিল্লী গমন, মত দিলীপের
এই অবস্থায় শান্তি ফেরাতে এলাকার সব রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক হয়। এলাকার পরিবেশকে উন্নত করা, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য সকলের কাছে আবেদন জানায় ব্লক ও মহকুমা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584