উপনির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক স্থগিত ফালাকাটায়

0
269

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনা পরিস্থিতির জের! আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভার উপনির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক স্থগিত করল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার ৩০ জুলাই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এই বৈঠক স্থগিত করে দিয়েছে ফালাকাটা ব্লক প্রশাসন।

block development officer | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন থেকে ফালাকাটা বিধান সভার উপনির্বাচন নিয়ে একটি চিঠি আসে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন ফালাকাটার বিডিও। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বৈঠক নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচী স্থগিত করে দিয়েছে।

আরও পড়ুনঃ চাঁচলে ডিওয়াইএফআই-র রক্তদান

এই অবস্থায় অনেকেই এই বৈঠককে ভালোভাবে নিচ্ছেন না । ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ” ফালাকাটায় কয়েকজন করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া রেশনে খাদ্য সামগ্রী বন্টন নিয়ে বিশেষ কিছু কাজ হাতে চলে এসেছে। সেই কারণে এই বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা এই বৈঠক নিয়ে পরবর্তীতে ভাববো।” আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ” এই সময় সবার আগে প্রয়োজন মানুষের পাশে থাকা। সব মানুষ কম বেশি অসুবিধায় আছেন।

এই অবস্থায় বৈঠক না করাই ভালো। বৈঠক স্থগিত হওয়ায় ঠিক হয়েছে।” আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, ” ভোট কবে হবে তা নির্বাচন কমিশনের বিষয়। তবে করোনা ক্রমাগত বাড়ছে। এই অবস্থায় কোথাও মিটিং, মিছিল সভা না করাই ভালো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here