মনিরুল হক,কোচবিহারঃ
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত কোচবিহারে। আজ কোচবিহার মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপ্রণালী তুলে ধরা হলো এবং কোন ইভিএম কোথায় যাবে সে বিষয়ে সব দলের প্রতিনিধিদের অবগত করা।
এদিনের এই প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক কৌশিক সাহা বলেন, এই ইভিএম মেশিন তিনটি সিস্টেম রয়েছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপাট। এবার নির্বাচন এই প্রথম ভিভি প্যাড প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কোন ভোটার তার ভোট দেওয়ার পর দেখতে পাবেন ক্যান্ডিডেটের নাম ছবি এবং ক্রমিক সংখ্যা যাতে তিনি সঠিক জায়গায় ভোট দিলেন কিনা তা সুনিশ্চিত হবে।
আরও পড়ুনঃ ইলেকশন কমিশনের সর্বদলীয় বৈঠকে ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের এই তিনটি কার্যপ্রণালী একসাথে করে কোন ইভিএম কোন এলাকায় যাবে সেই সব বিষয়ে সর্বদলীয় প্রতিনিধিদের সামনে তা আলোচনা করা হয়। এদিনের এই বৈঠকে জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584