নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দিল্লির করোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী, তার জেরে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর হল দিল্লিতে। মঙ্গলবার এক নতুন নির্দেশিকা জারি করলো দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা ডিডিএমএ (DDMA)। এই নির্দেশিকায় বলা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত অফিস রয়েছে, সেগুলি বাদ দিয়ে আপাতত সমস্ত বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে রেস্তোরাঁ, বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিডিএমএ-এর জারি করা নয়া নির্দেশিকায় বলা হয়েছে যে, দিল্লির সমস্ত বেসরকারি অফিস, রেস্তোরাঁ এবং বার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অথরিটি। বেসরকারি অফিসের কর্মীরা কাজ করবেন। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলিই খোলা থাকবে। বন্ধ থাকবে রেস্তোরাঁ ও বার তবে রেস্তোরাঁ থেকে অনলাইন ডেলিভারি এবং টেকওয়ে চালু থাকবে। এই নির্দেশিকা কার্যকর করা হবে ১১ জানুয়ারি থেকে।
আরও পড়ুনঃ করোনা রোগীর সংস্পর্শে এলেও অনেক ক্ষেত্রেই আর পরীক্ষার প্রয়োজন নেই, নয়া নির্দেশিকা ICMR-এর
মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে সাংবাদিক বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। অনুমান করা হচ্ছে, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ডিডিএমএ-এর নয়া নির্দেশিকা ছাড়াও আরও কিছু বিধি নিষেধ আসতে চলেছে দিল্লিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584