নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তেলেগু দেশম পার্টির সুপ্রিমো অন্ধ্রপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আটক করা হল বিমানবন্দরে। সংবাদসূত্রে জানা যায়, সোমবার চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন তিনি সেই সময় তিরুপতি বিমান বন্দরে তাঁকে আটক করে রেনিগুণ্টা পুলিশ।
Andhra Pradesh: TDP leader and former Chief Minister N Chandrababu Naidu sat down in protest at Tirupati airport in Renigunta after he was detained by Renigunta police while he was going to attend election campaigning in Chittoor district. pic.twitter.com/WO71S1gyVS
— ANI (@ANI) March 1, 2021
কী অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করা হল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের দাবি নির্বাচনী কোন বিধিভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ভর্তুকি বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা
এই ঘটনারও প্রতিবাদে চন্দ্রবাবু বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন, পুলিশের বারবার অনুরোধে মিনিট ৪৫ পর তিনি ফিরে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584