Hijab Row: হিজাব বিতর্কের জেরে কর্ণাটকের সমস্ত স্কুল কলেজ ৩ দিন বন্ধের নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর

0
164

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

কর্ণাটক রাজ্যে চলমান হিজাব-বিতর্কের জেরে রাজ্যের সব স্কুল-কলেজ আগামী তিন দিন বন্ধ থাকছে। স্কুল-কলেজ বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই স্বয়ং। গতকাল মঙ্গলবার বিকেলে নিজেই টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘শান্তি ও সম্প্রীতির স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Karnataka Hijab

সম্প্রতি রাজ্যের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। তাতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। তবে তার রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই। এই নিয়মের প্রতিবাদে মুসলমান ছাত্রীরা প্রতিবাদ জানায়। তারা বলে, এতদিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি, প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ।

এ নিয়ে ক্রমেই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যত্র। হিজাবের বিরুদ্ধাচরণ করতে হিন্দু শিক্ষার্থীদের একাংশকে গেরুয়া চাদর ও ওড়না পরতে দেখা যায়। দুই ধর্মের শিক্ষার্থীদের মধ্যে বচসাও শুরু হয় কোথাও কোথাও। মুসলমান ছাত্রীদের সমর্থনে কোথাও কোথাও দলিত হিন্দুরাও নীল চাদর পরে পাশে দাঁড়ান। এ নিয়ে কয়েক দিন যাবৎ রাজ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে।

আরও পড়ুনঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠক, ইউক্রেন ইস্যুতে অবশেষে নমনীয় রুশ প্রেসিডেন্ট পুতিন

মুসলমান ছাত্রীদের প্রশ্ন, কেন তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সম্প্রতি টুইট করে প্রতিবাদ জানিয়েছেন।গতকাল কর্ণাটকের একদল মুসলমান ছাত্রীদের বলতে শোনা যায়, ‘বেটি পড়াও বেটি বঢ়াও’ (এগিয়ে নিয়ে যাও) স্লোগান কি শুধু হিন্দু বেটিদের জন্য? মুসলমান বেটিরা বাদ?

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কি চান না যে গরীব মানুষকে সাহায্য করা হোক? প্রশ্ন প্রিয়াঙ্কার

কলেজ কর্তৃপক্ষের এ নিয়মের বিরুদ্ধে এবং হিজাব-বিতর্কের অবসানে কিছু ছাত্রী কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকাল সেই মামলার প্রথম শুনানি ছিল। আজ বুধবারও শুনানি চলবে। গতকাল শুনানি চলাকালে বিচারপতি দীক্ষিত কৃষ্ণ শ্রীপদ সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। একই আবেদন জানান মুখ্যমন্ত্রীও। শুনানি শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী দ্বিতীয় টুইট মারফত আগামী তিন দিন রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here