ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠক, ইউক্রেন ইস্যুতে অবশেষে নমনীয় রুশ প্রেসিডেন্ট পুতিন

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অবশেষে ইউক্রেন ইস্যুতে কিছুটা নমনীয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘ ৫ ঘন্টার বেশী বৈঠকের পরে তাঁর প্রস্তাব বিবেচনা করতে রাজি পুতিন, তবে গোটা সমস্যার জন্য পশ্চিমি দেশগুলির দিকেই আঙ্গুল তুলেছেন তিনি।

Putin Macron
ইমানুয়েল ম্যাক্রোঁ ও ভ্লাদিমির পুতিনের বৈঠক, ছবিঃ টাস.অর্গ

বিগত কয়েক মাস ধরেই ইউক্রেন ইস্যুতে আমেরিকা-রাশিয়া দ্বৈরথ চলছেই। তারই মাঝে ইউক্রেন সীমান্তে সেনা মজুত করায় NATO গোষ্ঠীর দেশগুলিও অসন্তুষ্ট রাশিয়ার প্রতি। তা সত্বেও ধারাবাহিকভাবে আক্রমণাত্মক ছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

আরও পড়ুনঃ নেতানিয়াহুর ছেলের ফোনে পেগাসাস নজরদারি! চাপে পড়ে তদন্তের নির্দেশ বেনেট সরকারের

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে যে, ক্রেমলিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের শেষে পুতিন জানিয়েছেন, তাঁরা সমঝোতায় রাজি। ম্যাক্রোঁ তার সামনে যে প্রস্তাব রেখেছেন সেদিকে নজর রাখবেন তিনি। ডিসেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও সামনাসামনি বৈঠক হয়নি। অবশেষে তা সম্ভব করলেন ম্যাক্রোঁ। যার ফলে ইউক্রেন সমস্যার সমাধানে কিছুটা হলেও আলোর রেখা দেখা যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ফ্রান্স তাঁদের কাছে কী শর্ত রেখেছে সে নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here